শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

নারী নির্যাতন মামলায় থানায় এসে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখোমুখি বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৫ ১৭:৩৮

শেয়ার

নারী নির্যাতন মামলায় থানায় এসে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখোমুখি বৃদ্ধ
স্বরাষ্ট্র উপদেষ্টার মুখোমুখি বৃদ্ধ।

রাজধানীর তুরাগ থানায় এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, উপদেষ্টা থানায় উপস্থিত হয়ে বৃদ্ধ ব্যক্তির কাছে জানতে চান আপনার বিরুদ্ধে কে মামলা করেছে,  উত্তরে ওই ব্যক্তি বলেন, আমার স্ত্রী’।

স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে জানতে চান আপনি কয়টি বিয়ে করেছেন। তখন ওই ব্যক্তি জানান, চারটি। এই উত্তর শুনে উপদেষ্টাসহ সবার মাঝেই হাসির রোল পড়ে যায়।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তুরাগ থানায় পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই বৃদ্ধার মুখোমুখি হলে এ ঘটনা ঘটে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ওই প্রবীণ ব্যক্তির কাছে আরও জানতে চান, তিনি (স্ত্রী) কিসের মামলা করেছেন? বৃদ্ধ লোকটি বলেন, নারী নির্যাতনের মামলা।

ওই বৃদ্ধ ব্যক্তি জানান, তার প্রথম দুই স্ত্রী মারা যান। এরপর যে নারীকে বিয়ে করেন, তার সঙ্গে ডিভোর্স হয়। পরে আবার বিয়ে করেন। এখন যিনি মামলা করেছেন, তিনি আগের সেই স্ত্রী এবং তার করা মামলা মিথ্যা বলে দাবি করেন তিনি।

banner close
banner close