রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

হাসিনাকে বাঁচাতে ববি শিক্ষকদের গোপন অনলাইন সভার ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫ ০৬:৪০

শেয়ার

হাসিনাকে বাঁচাতে ববি শিক্ষকদের গোপন অনলাইন সভার ভিডিও ফাঁস
ববি শিক্ষকদের গোপন অনলাইন সভার ভিডিও ফাঁস।

সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, তাকে বাঁচাতে একটি অনলাইন সভা করছে। জুম সফটওয়্যারে আয়োজিত সে সভার ভিডিও রেকর্ড ফাঁস করেছে একটি গণমাধ্যম।

মূলত শেখ হাসিনার পতনের আগে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন আয়োজিত সে সভার রেকর্ডকৃত ভিডিওর শুরুতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম উপস্থাপনা বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, ‘আজকে জরুরি ভিত্তিতে কেন জুম মিটিং আয়োজন করা হয়েছে, সে বিষয়ে আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি ড. বাতেন চৌধুরী পুরো বিষয়টা নিয়ে কথা বলবেন। এরপরে স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা একেকজন আলাদা করে কথা বলব।’

এরপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেন চৌধুরী জুমের সে গোপন সভায় অংশগ্রহণকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন যে, দেশ এই মুহূর্তে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন, সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, আমাদের অবশ্যই একটি সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে।’

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছেন উল্লেখ করে শিক্ষক সমিতির সভাপতি আরও বলেন, ‘অনেকগুলো বছর পার হয়ে গেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, আমরা সকলেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত। কোটা আন্দোলনকে ঘিরে আজকে বাংলাদেশ যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, এই কোটা বাতিলের দাবিতে যেসব শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশের অধিকাংশ মানুষেরই এই কোটা আন্দোলনকারীদের যৌক্তিক দাবির ব্যাপারে একটা সমর্থন আছে।’
 
শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেন আরও বলেন, ‘শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবি পূরণ হয়েছে পরিষ্কারভাবে, এবং প্রজ্ঞাপন জারি হয়েছে। আপনারা দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী গতকালও শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন, তাদের সকল দাবি-দাওয়া নিয়ে কথা বলার জন্য। আজকে কোটা আন্দোলন কিন্তু নেই, এখন পরিষ্কারভাবে মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন চলছে। এটি এখন ঘোষিত এক দফা।’

ভাইরাল সে গোপন সভার ভিডিওতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ শিক্ষক সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নিয়েছিলেন।

এছাড়া, জুম সফটওয়্যারে আয়োজিত সে সভাটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুব্রত বাহাদুর, আরাফাত শাহরিয়ার, ড. মোঃ জামাল উদ্দিন, আশিক এলাহি, জোহরা নদী, মোঃ সাদেকুর রহমান, ড. সুব্রত কুমার দাস, আরিফ হোসেন, প্রফেসর বদরুজ্জামান ভুঁইয়া, মোঃ শফিকুল আলম, মোঃ কবির হাসান, ড. এ এ মাসুদ, আফরোজা, সুপ্রভাত হালদার, ইসরাত জাহান, ড. হেনা রানী বিশ্বাস, ড. মোঃ খোরশেদ আলম, ড. মোঃ আব্দুল কাইয়ুম, বাহাউদ্দিন গোলাপ, ড. হাফিজ আশরাফুল হকসহ আর বেশ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

banner close
banner close