
সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, তাকে বাঁচাতে একটি অনলাইন সভা করছে। জুম সফটওয়্যারে আয়োজিত সে সভার ভিডিও রেকর্ড ফাঁস করেছে একটি গণমাধ্যম।
মূলত শেখ হাসিনার পতনের আগে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন আয়োজিত সে সভার রেকর্ডকৃত ভিডিওর শুরুতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম উপস্থাপনা বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, ‘আজকে জরুরি ভিত্তিতে কেন জুম মিটিং আয়োজন করা হয়েছে, সে বিষয়ে আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি ড. বাতেন চৌধুরী পুরো বিষয়টা নিয়ে কথা বলবেন। এরপরে স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা একেকজন আলাদা করে কথা বলব।’
এরপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেন চৌধুরী জুমের সে গোপন সভায় অংশগ্রহণকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন যে, দেশ এই মুহূর্তে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন, সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, আমাদের অবশ্যই একটি সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে।’
ভাইরাল সে গোপন সভার ভিডিওতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ শিক্ষক সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নিয়েছিলেন।
এছাড়া, জুম সফটওয়্যারে আয়োজিত সে সভাটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুব্রত বাহাদুর, আরাফাত শাহরিয়ার, ড. মোঃ জামাল উদ্দিন, আশিক এলাহি, জোহরা নদী, মোঃ সাদেকুর রহমান, ড. সুব্রত কুমার দাস, আরিফ হোসেন, প্রফেসর বদরুজ্জামান ভুঁইয়া, মোঃ শফিকুল আলম, মোঃ কবির হাসান, ড. এ এ মাসুদ, আফরোজা, সুপ্রভাত হালদার, ইসরাত জাহান, ড. হেনা রানী বিশ্বাস, ড. মোঃ খোরশেদ আলম, ড. মোঃ আব্দুল কাইয়ুম, বাহাউদ্দিন গোলাপ, ড. হাফিজ আশরাফুল হকসহ আর বেশ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
আরও পড়ুন: