রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২৩ শাওয়াল, ১৪৪৬

সৌদির তাইফের গভর্নরের সঙ্গে জেদ্দার কনসাল জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫ ১২:০৯

শেয়ার

সৌদির তাইফের গভর্নরের সঙ্গে জেদ্দার কনসাল জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

সৌদি আরবের তাইফ প্রদেশের গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে তাইফের গভর্নর ও কনসাল জেনারেল কুশল বিনিময়ের পর পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল, তাইফ অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনা এবং বাণিজ্যে সহযোগিতা বৃদ্ধির উপায়। কনসাল জেনারেল বাংলাদেশে সৌদি বিনিয়োগের সুযোগগুলো তুলে ধরেন, বিশেষ করে অবকাঠামো, উৎপাদন, জ্বালানি এবং কৃষিভিত্তিক শিল্প খাতে।

সৌদির ২০৩০ এবং অন্য মেগা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে উভয়পক্ষ বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগ সম্প্রসারণের সুযোগ অনুসন্ধান নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ এবং সৌদির মধ্যে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিফলন ঘটিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কনসাল জেনারেলের তাইফের গভর্নরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

banner close
banner close