বৃহস্পতিবার

২৪ এপ্রিল, ২০২৫
১১ বৈশাখ, ১৪৩২
২৬ শাওয়াল, ১৪৪৬

দোহায় গোলটেবিল বৈঠকে অংশ নিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫ ১৬:০১

আপডেট: ২৩ এপ্রিল, ২০২৫ ১৬:০২

শেয়ার

দোহায় গোলটেবিল বৈঠকে অংশ নিলেন প্রধান উপদেষ্টা
দোহায় গোলটেবিল বৈঠকে অংশ নিলেন প্রধান উপদেষ্টা।

কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে একটি গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৩ এপ্রিল) আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে এ বৈঠকে অংশ নেন তিনি।

এসময় ‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ- রোহিঙ্গা ইস্যু’ শীর্ষক বৈঠকে বক্তব্য দেবেন তিনি।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত রয়েছেন।

banner close
banner close