শনিবার

২৬ এপ্রিল, ২০২৫
১৩ বৈশাখ, ১৪৩২
২৮ শাওয়াল, ১৪৪৬

রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের সঙ্গে ২৯ এপ্রিল সংলাপে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ১০:২৭

শেয়ার

রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের সঙ্গে ২৯ এপ্রিল সংলাপে বসবে ইসি
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশে বসেই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে চাচ্ছে নির্বাচন কমিশন, ইসি। এ লক্ষ্যে আগামী ২৯ এপ্রিল বিভিন্ন রাজনৈতিক দল, মিডিয়া ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আগামী ২৯ এপ্রিল সেমিনার করবো। সেমিনারে স্টেকহোল্ডার, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হবে।’

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘আমাদের গঠিত তিনটি কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এগুলোর ওপর এখন অংশীজনের মতামত নেয়া হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।’

সুবিধা-অসুবিধা-সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং এর তিনটি পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট করতে গেলে কী কী করতে হতে পারে, কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাদ্ধতা রয়েছে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে। কোনো সুনির্দিষ্ট পদ্ধতিকে এখনই উপযুক্ত বলে মতামত দেয়া হয়নি বলে জানান একাধিক বিশেষজ্ঞ।

ইসির সূত্র জানিয়েছে, আগামী ২৯ এপ্রিলের সংলাপে রাজনৈতিক দলসহ অংশীজনদের আমন্ত্রণ জানানো হতে পারে। এরমধ্যে নিবন্ধিত-অনিবন্ধিত অর্ধশত রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন ব্যবস্থা ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান, গণমাধ্যম প্রতিনিধি, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠনসহ নির্বাচন বিশেষজ্ঞরা থাকবেন।

banner close
banner close