রবিবার

২৭ এপ্রিল, ২০২৫
১৪ বৈশাখ, ১৪৩২
২৯ শাওয়াল, ১৪৪৬

বেতনসহ ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ২০:৫৭

শেয়ার

বেতনসহ ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির সুপারিশ
শ্রম সংস্কার কমিশন।

যেকোনো শ্রমিকের ন্যূনতম ৬ মাসের বেতনসহ সর্বজনীন মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন।

গত সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। 

মাতৃত্বকালীন সুরক্ষা ও কল্যাণ বিষয়ে সুপারিশে বলা হয়েছে, ‘যেকোনো শ্রমিকের ন্যূনতম ৬ মাসের বেতনসহ সর্বজনীন মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাত, ক্ষুদ্র ও কুটির শিল্প, ও স্ব-নিয়োজিত শ্রমিকের জন্য নিয়োগকারীর পাশাপাশি, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, কেন্দ্রীয় তহবিল এবং অন্যান্য সামাজিক সহায়তার মাধ্যমে মাতৃত্বকালীন সুরক্ষার একটি কাঠামো তৈরি করা।

পিতৃত্বকালীন ছুটির জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী ছুটির পরিমাণ নির্ধারণ করার সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন।

প্রতিবেদনের সুপারিশে আরো বলা হয়েছে, ‘নারী শ্রমিকের গর্ভকালীন সময় ও সন্তান জন্মদান পরবর্তী সময়ের জন্য নমনীয় কাজের পরিবেশ ও সহায়তামূলক ব্যবস্থা নিশ্চিত করা, যার অন্তর্ভুক্ত থাকবে মাতৃত্বকালীন ছুটির অতিরিক্ত ঐচ্ছিক দুই বছরের ছুটি (বিনা বেতনে), অতিরিক্ত কাজ থেকে অব্যাহতি, নমনীয় কাজের সময়সূচি এবং কাজের মধ্যবর্তী সময়ে বিশ্রামের সুযোগ প্রবর্তন করা।’

অন্তর্বর্তীকালীন সরকার গত ১৭ নভেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের একটি শ্রম সংস্কার কমিশন গঠন করে। কমিশন শ্রম বিষয়ে অংশীজন ও বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করে।

 

banner close
banner close