
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, "প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণে একাধিকবার জানিয়েছি, নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই হবে। অপ্রয়োজনীয় কোনো কারণে একদিনও বিলম্ব করা হবে না।"
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য রিফর্ম প্রক্রিয়া এবং জুলাই চার্টার সম্পন্নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে বলেও জানান প্রেস সচিব। তার ভাষায়, "প্রায় ১ কোটি ৫০ লাখ বাংলাদেশি প্রবাসে রয়েছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত করা একটি বড় লজিস্টিক্যাল চ্যালেঞ্জ হলেও সরকার এ ব্যাপারে আন্তরিক।"
তিনি আরও উল্লেখ করেন, মালয়েশিয়ার অভিজ্ঞতা বিশ্লেষণ করে প্রবাসী ভোটের ব্যবস্থাপনা প্রক্রিয়া উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেস সচিব বলেন, "আমাদের রেমিট্যান্স যোদ্ধারা জুলাই আন্দোলনে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের ভোটের অধিকার নিশ্চিত করা ন্যায্য এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।"
আরও পড়ুন: