
বাংলাদেশে নতুন সিটি করপোরেশন হিসেবে সংযুক্ত হচ্ছে বগুড়া। এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
গণবিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত ১০ এপ্রিলে পাওয়া চিঠির পরিপ্রেক্ষিতে বগুড়া পৌরসভা এলাকার ২১টি ওয়ার্ডের মৌজামূহকে নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হলো। এ বিষয়ে কারও আপত্তি থাকলে আগামী ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসনের জানানোর অনুরোধ করা হলো।
গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নতুন প্রশাসনের কাছে বগুড়ার উন্নয়নের দাবি তুললে তা জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রস্তাবনা পেশ করেন। এরপর থেকেই সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া বেশ এগিয়েছে। গণবিজ্ঞপ্তি জারি ও স্থানীয় জনগণের মতামত গ্রহণের জন্য চূড়ান্ত প্রতিবেদন চেয়ে গত ১০ এপ্রিল চিঠি প্রদান করেন স্থানীয় সরকার বিভাগ।
বগুড়া পৌরসভা সূত্রে জানা যায়, বগুড়া পৌরসভাটি ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সালে পৌরসভাটি ক শ্রেণীর মর্যাদা পায়। কালক্রমে আয়তন বাড়তে বাড়তে ২০০০ সালে আয়তন দাঁড়ায় ১৪ দশমিক ৭৬ বর্গকিলোমিটার। এরপর ২০০৪ সালে বর্ধিত করে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয়। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভা প্রায় ৭০ বর্গ কিলোমিটার। সিটি করপোরেশনের জন্য আয়তন হতে হয় কমপক্ষে ২৫ বর্গকিলোমিটার। জনসংখ্যা রয়েছে প্রায় ১০ লাখ। কিন্তু বাস্তবে এই পৌরসভায় বেশি জনবসতি রয়েছে। দেশের বিভিন্ন সিটি করপোরেশনের চেয়ে আয়তনেও বড়।
আরও পড়ুন: