সোমবার

২৮ এপ্রিল, ২০২৫
১৫ বৈশাখ, ১৪৩২
১ জিলক্বদ, ১৪৪৬

নতুন আরেক মামলায় গ্রেফতার তুরিন আফরোজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫ ১৬:১৩

শেয়ার

নতুন আরেক মামলায় গ্রেফতার তুরিন আফরোজ
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থানার হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন। 

এদিন, বেলা সাড়ে এগারোটার দিকে মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতের এজলাসে হাজির করা হয় তুরিন আফরোজকে। এরপর তাকে মিরপুর থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার দেখানো শেষে আদালতের এজলাস থেকে নামিয়ে ঢাকার সিএমএম আদালতের হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। এ সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। তবে সাংবাদিকরা তাকে অনেক ধরনের প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি। পরে তাকে হাজতখানার মধ্যে প্রবেশ করানো হয়।

গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় ৮ এপ্রিল তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে তুরিন আফরোজ।

banner close
banner close