মঙ্গলবার

২৯ এপ্রিল, ২০২৫
১৬ বৈশাখ, ১৪৩২
১ জিলক্বদ, ১৪৪৬

প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫ ১০:০২

শেয়ার

প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি
রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি।

পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, ডিজাইন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জসহ সার্বিক দিক নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ভোটিং সিস্টেম উন্নয়ন’ সংক্রান্ত একটি সেমিনার আয়োজন করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে সকাল সাড়ে ৯টায় বৈঠকটি শুরু হয়েছে। রাজনৈতিক দল, গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ এ সংশ্লিষ্ট বেশ কয়েকজন প্রতিনিধি অংশ নিয়েছেন বৈঠকে। প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার এতে উপস্থিত আছেন।

বৈঠকের বিষয়ে ইসির জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নিরাপদ ভোটিং সিস্টেমের সম্ভাব্যতা যাচাই, উন্নয়ন এবং উন্নতকরণের বিষয়ে আলোচনা করতে এ সেমিনারের আয়োজন করেছে ইসি সচিবালয়। আন্তর্জাতিক গণতান্ত্রিক অনুশীলন, নির্বাচনী ব্যবস্থা উন্নয়ন এবং ডিজিটাল নিরাপত্তা কাঠামোয় সংশ্লিষ্টদের অভিজ্ঞতা, মতামত, পরামর্শ দেবেন তারা।

banner close
banner close