
আগামী বর্ষা মৌসুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে সবুজে আচ্ছাদিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৮-এর বাসিন্দাদের সাথে গণশুনানিতে তিনি এ প্রতিশ্রুতি প্রদান করেন।
মোহাম্মদ এজাজ বলেন, ‘রাজধানীকে বাসযোগ্য নগরী হিসেবে বিনির্মাণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে আগামী বর্ষা মৌসুমে বৃক্ষ রোপন করে সবুজে আচ্ছাদিত করবো।’
মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব প্রদান সহজীকরণ করতে অটোমেশন করা হচ্ছে। এর ফলে নাগরিকরা ঘরে বসে ট্যাক্স প্রদান করতে পারবে। এছাড়াও আগামী ১১ মে থেকে ২০ দিনব্যাপী ট্যাক্স মেলার আয়োজন করা হবে।’
দ্রুত নাগরিক সমস্যা সমাধানের জন্য ওয়েব পেইজের মাধ্যমে অভিযোগ গ্রহণ করা হচ্ছে এবং সমাধানের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
আরও পড়ুন: