
বর্তমান অন্তবর্তীকালীন সরকার প্রান্তিক চাষীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) ও চার্লস ষ্টার্ট ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসুচীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ সময় আরও বলেন, ‘বাংলাদেশে গরুর খাদ্য হিসেবে নেপিয়ার ঘাস আরও বেশী লাগানো হবে যাতে করে গরুর দুধ আরও বেশী পাওয়া যায়।’
দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতেও সরকার কাজ করে যাচ্ছে বলেও বলেন তিনি।
এ সময় প্রাণি সম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, অস্ট্রেলিয়ার চার্লস ষ্টার্ট ইউনিভার্সিটির অধ্যাপক গুলবালি ড.ক্যামেরন ক্লার্ক, বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: