
হঠাৎ করেই যেন নতুন দলের ঢল দেশের রাজনীতির মাঠে। গত ২০ মার্চ নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গণবিজ্ঞপ্তির পর মাত্র ৪০ দিনের মধ্যে ৬৫টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছে। এই সময়ের মধ্যে এমন হারে দল গঠনের প্রবণতা দেখা যাচ্ছে যেন নতুন দল গঠনের হিড়িক পড়ে গেছে।
যেসব দলের নাম এসেছে তার মধ্যে অনেকটাই অচেনা, অনেকটা অদ্ভুত ও চমকপ্রদ। ‘বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সংসারবন্দি পার্টি, বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, আ-আম জনতা পার্টি, জনতা পার্টি বাংলাদেশ, এমনকি ‘ইউক্লিয়াস পার্টি’ নামেও আবেদন পড়েছে ইসিতে।
নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোর এমন ভিড় নিয়ে বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এ প্রবণতা শুধু গণতান্ত্রিক চর্চার প্রকাশ নয়-এর পেছনে রয়েছে নানা হিসাব-নিকাশ। একধরনের ‘চালাক রাজনীতি’র ছক তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক দলের নিবন্ধন দিয়ে তৈরি করা হয় পরিচিতি, যেটি আবার নানা কাজে লাগে-ব্যক্তিগত প্রভাব বিস্তার থেকে শুরু করে ব্যবসায়িক সুবিধা আদায়েও।
নতুন রাজনৈতিক দলগুলোর আবির্ভাবের ধরনও বৈচিত্র্যময়। কেউ সংবাদ সম্মেলন ডেকে নিজেদের যাত্রা ঘোষণা করছে, কেউবা ভার্চুয়াল প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে আত্মপ্রকাশ ঘটাচ্ছে। আবার অনেক দল নিবন্ধনের আবেদনই একমাত্র কাজ হিসেবে সারছে। তাদের মাঠে তেমন কোনো তৎপরতা নেই, নেই সংগঠনের কাঠামো, কর্মসূচি বা জনসম্পৃক্ততা।
নামগুলোতেও নেই কোনো রাজনৈতিক ধারার ছাপ। অনেক ক্ষেত্রে নাম শুনেই বোঝা যায়, এগুলোর পেছনে আদর্শ নয়, বরং কিছু চটকদার ধারণা দিয়ে গণমাধ্যমে জায়গা পাওয়ার চেষ্টা চলছে।
তবে নতুন দলের নেতাদের বক্তব্য ভিন্ন। তাদের ভাষ্য, তারা রাজনীতিতে এসেছেন জনসেবার তাগিদে, দেশ ও জনগণের সেবা করাই একমাত্র উদ্দেশ্য।
বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি ও বাংলাদেশ একুশে পার্টির চেয়ারম্যান মো. শিপন ভুঁইয়া বলেন, ‘আমরা কোনো ক্ষমতার লোভে দল গঠন করি নই। আমরা জনগণের পাশে দাঁড়াতে চাই এবং তাদের খেদমত করার জন্যই দল গঠন করেছি।’
সাংবাদিক শওকত মাহমুদ ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে অভিষেক হওয়া নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। এ দলের মহাসচিব বলেন, আমরা ‘কিংস পার্টি’ নই, ‘কুইন্স পার্টি’ নই। আমরা নিজের শক্তিতে নির্বাচনে দাঁড়াতে চাই।’
তিনি বলেন, আমাদের পেছনে এমন কোনো বেকিং নেই, যে বেকিংয়ের কারণে আমরা আকস্মিকভাবে নেমে পড়েছি আগামী নির্বাচনে আমাদের একটা কিছু করতেই হবে। আমরা আমাদের নিজেদের শক্তিতেই নির্বাচন করতে যাচ্ছি।
আরও পড়ুন: