নতুন সূর্য উঠছে
১৯৯৫ সালের গোড়ার কথা। বহু পুরোনো বাঁশ বাগানের তিন পাশ ঘিরে ছোট্ট একটি গ্রাম। পূর্বপাশে বিরাট বিল। ইতিহাস খ্যাত বিল বলধালি। গ্রাম্য রাস্তার ধারে বড় বড় আম-জাম, কাঁঠাল, শিরিষ, বাবলা গাছের মিতালি। পুরোটাই মাটির রাস্তা। সন্ধ্যার পর কেরোসিন বাতির আলো। অন্ধকার রাতে বাঁশাগান হয়ে ওঠে ভয়ংকর। শিয়ালের হুক্কাহুয়া ডাকে সমস্ত গ্রামে…