শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ভারতের সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকতে চায় জামায়াত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৪ ০২:১৬

শেয়ার

ভারতের সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকতে চায় জামায়াত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাসের ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে বন্যাকবলিত মানুষের মধ্যে খাবার বিতরণের সময় পথসভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার ভয়াবহ বন্যার কবলে। ভারত সকল পানি ছেড়ে দিয়েছে আমাদের ভাসিয়ে দেওয়ার জন্য। আমরা ৫৩ বছর ধরে শুনে আসছি, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু। এবার তারা পানি ছাড়ল, কিন্তু আমাদের বললও না। যদি উজানের কোনো দেশ আকস্মিক পানি ছেড়ে দেয়, কিন্তু ভাটির দেশকে না জানায়, তাহলে এটি শাস্তিযোগ্য অপরাধ। এটা প্রতিবেশীর শিষ্টাচার। কিন্তু আমরা তাদের শাস্তি চাচ্ছি না। আমরা শান্তিপূর্ণভাবে দুটি প্রতিবেশী দেশ একসঙ্গে বসবাস করতে চাই। আশা করি, ভবিষ্যতে তারা এই বিষয়গুলো খেয়াল রাখবে।’ 

জামায়াতের আমির বলেন, ‘আমাদের দেশে একটা সরকার ছিল। তারা আমাদের সিঙ্গাপুর উপহার দিয়েছিল। এই আমাদের রাজনগরের সিঙ্গাপুর। প্রতিবছর নদীশাসনের জন্য বাজেট বরাদ্দ হয়। কিন্তু এটাকে সুষ্ঠুভাবে কাজে না লাগিয়ে লুটপাট করা হয়। লুটপাটের কুফল যন্ত্রণা জনগণকে ভোগ করতে হচ্ছে। এখন তারা বস্তা নিয়ে পালায়। এখন বন্যার স্রোতে মাছ ভাসতেছে, ওরাও এখন খালে–বিলে ভাসতেছে। জনগণ সেখান থেকে তাদের ধরছে। এখন মানুষ মাছ ধরার পলো দিয়ে তাদের ধরতেছে।’

জামায়াতের প্রধান আরও বলেন, ‘আইন হাতে নিয়ে কেউ আওয়ামী লীগ যে জঘন্য কাজ করেছে, আপনারা তার বিচার করবেন না। কারও বাড়িঘর, সম্পদ নষ্ট করবেন না। এক জালেম বিদায় হয়েছে, আরেক জালেম যাতে ক্ষমতায় আসতে না পারে।’ 

এ সময় জেলার রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার ৫০০ জন বন্যার্তকে ১৫ কেজি করে ত্রাণ উপহার দেওয়া হয়।