.jpg)
পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে সিরিজের প্রথম টেস্ট জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
রোববার এক অভিনন্দন বার্তায় তিনি খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ক্রিকেটে এই অবিস্মরণীয় জয় আমাদের প্রয়োজন ছিল। খেলার মাঠে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অসামান্য নৈপুণ্য দেখিয়েছে টাইগাররা। খেলোয়াড়দের এই লড়াকু মনোভাব দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সিরিজের পরবর্তী টেস্টেও টাইগার ক্রিকেটাররা বিজয়ের এই ধারাবাহিকতা রক্ষা করতে সমর্থ্য হবে।
আরও পড়ুন: