.jpg)
সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম ও ময়মনসিংহ জেলার চার শীর্ষ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক এনাম ও আহ্বায়ক কমিটির সদস্য এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
এ ছাড়া সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে ভিত্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এর আগে, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠভাজন হিসেবে পরিচিত দেশের বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম পরিবারের সদস্যদের বিলাসবহুল ১৪টি গাড়ি সরাতে সহযোগিতার অভিযোগ ওঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার বিরুদ্ধে।
আরও পড়ুন: