বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ, মার্কা 'ট্রাক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:২৪

আপডেট: ২ সেপ্টেম্বর, ২০২৪ ২০:১০

শেয়ার

নিবন্ধন পেল নুরের  গণঅধিকার পরিষদ, মার্কা 'ট্রাক’
গণঅধিকার পরিষদের লোগো (বায়ে) এবং দলটির শীর্ষ নেতা নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘বাংলাদেশ গণঅধিকার পরিষদ’-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ট্রাক প্রতীককে দলটির মার্কা হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে । 

সোমবার ইসি সচিব শফিউল আজিমের সই করা এক প্রজ্ঞাপনে নিবন্ধন দেয়ার বিষয়টি জানানো হয়েছে।

ইসির প্রজ্ঞাপনে জানানো হয়, ‘গণঅধিকার পরিষদকে (জিওপি)’ পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির নিবন্ধন নং-০৫১। 

এর আগে, ২১ আগস্ট আলোচিত রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) ঈগল প্রতীকে নিবন্ধন দেয় ইসি। দলটির নিবন্ধন নম্বর ৫০।

 

banner close
banner close