শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

শিক্ষানীতির সংস্কার চেয়ে শিক্ষক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০৪

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:১০

শেয়ার

শিক্ষানীতির সংস্কার চেয়ে শিক্ষক সম্মেলন
শিক্ষানীতির সংস্কার চেয়ে শিক্ষক সম্মেলনের চিত্র। ছবি: সংগৃহীত

‘কাঙ্খিত শিক্ষানীতি এবং নিজ নিজ করণীয়তা কি’ এ উপলক্ষ্যে এক শিক্ষক সম্মেলনের আয়োজন করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণ। বুধবার সম্মেলনটি ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা’য় অনুষ্ঠিত হয়।

এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম। 

এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষীকারাও এতে অংশ নেন। 

প্রধান বক্তা, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে স্বৈরাচারীর প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে আছেন। এদের ব্যাপারে সব তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি মোঃ নুরুল ইসলাম বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার পাশাপাশি একজন শিক্ষকের সততা, ব্যক্তিত্ব ও মানসিক স্বচ্ছতার ব্যাপারে নিশ্চিত হওয়া জরুরী।

বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের তরুণ সমাজ রক্তের বিনিময়ে দেশকে বিজয় এনে দিয়েছে, তা দেশের বিভিন্ন কাঠামো সংস্কারের মাধ্যমে রক্ষা করতে হবে। যেই শিক্ষা ব্যবস্থায় পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করবে এমন শিক্ষানীতি প্রণয়ন করার আহ্বান জানান তারা। 

banner close
banner close