শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না : তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:১৩

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৩৯

শেয়ার

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না : তারেক রহমান
নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম পছন্দসই না হলেও তাদের ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, ‘মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে নিজেরা যেন নিজেদের ব্যর্থতার কারণ না হন, সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে।’

মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

গত ১৫ সেপ্টম্বর এই সমাবেশ হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে তা শুরু হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন।। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানী এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে সমাবেশে আসেন নেতাকর্মীরা।

এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।