শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে হাজীগঞ্জে অর্ধশতাধিক আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৭

আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৬

শেয়ার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে হাজীগঞ্জে অর্ধশতাধিক আহত
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকা বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র। ছবি: বাংলা এডিশন

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে দফায় দফায় চলা সংঘর্ষে অর্ধশতাধিক আহতের তথ্য জানা গেছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মকিমাবাদ এলাকার সর্দার বাড়ির সালাহউদ্দিন ও আক্তার হোসেন এবং পাশের টোরাগড় এলাকার মিজানুর রহমান সেলিম এই দুই পক্ষ এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষই স্থানীয় বিএনপির শীর্ষনেতা ইঞ্জিনিয়ার মমিনুল হকের অনুসারী এবং জাতীয়তাবাদী যুবদলের নেতৃস্থানীয়।

সংঘর্ষের ঘটনায় আহতদের স্থানীয়, কুমিল্লা এবং চাঁদপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সায়মন নামে এক কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, ‘রাত ১১টার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়ে।’

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, চাঁদপুরে দায়িত্বরত সেনাবাহিনীর লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।