শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

দেশে ফেরার বিষয়টি শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৪০

আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৪৪

শেয়ার

দেশে ফেরার বিষয়টি শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়
সজীব ওয়াজেদ জয়,ছবি:সংগ্রহীত

আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। 

জয় রয়টার্সকে জানান, ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি সন্তুষ্ট।

জয় দাবি করেন, হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জয় বলেন, এটা তার ওপর নির্ভর করছে। এই মুহূর্তে দলের মানুষগুলোকে নিরাপদ রাখতে জানিয়ে জয় অভিযোগ এই ইউনূস সরকার আওয়ামীলীগের নেতাদের ওপর যে নৃশংসতা চালাচ্ছে। এই বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চান বলেও জানান জয়। 

banner close
banner close