শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি,টাংগাইল

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৫৬

আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০১

শেয়ার

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা
ড. আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

টাংগাইলে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলার মধুপুর উপজেলার মালাউড়ী গ্রামের জাহিদ হাসান নামের একজন বুধবার টাংগাইল আদালতে বাদী হয়ে এই মামলাটি করেন।

বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালত বাদী পক্ষকে জানায়, বিচারক পশুপতি বিশ্বাস মামলাটি আমলে নিয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখ রয়েছে, ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনের নেতৃত্বে একটি মিছিল মধুপুর আনার চত্বরে পৌঁছালে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নির্দেশে আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে শিক্ষার্থীদের উপর বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে মামলার বাদীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

 

banner close
banner close