শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইনা, সংস্কার চাই: শিবির সভাপতি

প্রতিনিধি,কুষ্টিয়া

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫৪

আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫৫

শেয়ার

আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইনা, সংস্কার চাই: শিবির সভাপতি
ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ না করে যৌক্তিক সংস্কার চান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইনা, আমরা যৌক্তিক সংস্কার চাই।’ এ ছাড়াও ছাত্র শিবিরের প্রতিটি কর্মীকে পড়াশোনার পাশাপাশি সুন্দর রাষ্ট্র গঠনে নিজ নিজ স্থান থেকে কাজ করার আহবান জানান মঞ্জুরুল।

শুক্রবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী পার্কের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় অঞ্চলের সম্মেলনে এ আহবান জানান তিনি। কুষ্টিয়ার শহর শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথী ভাইদেরকে দিনে সাংগঠনিক কাজ করার পাশাপাশি গভীর রাতে জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর সাহায্য চাইতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোড়ালো আবেদন বিগত ফ্যাসিস্ট  সরকারের প্রণিত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে খুব দ্রুত নতুন আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে।’

banner close
banner close