মঙ্গলবার

২৬ নভেম্বর, ২০২৪
১২ অগ্রহায়ণ, ১৪৩১
২৪ জামাদিউল আউয়াল, ১৪৪৬

পূজায় মণ্ডপ পাহারায় জামায়াত

প্রতিনিধি,নাটোর,

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৭

আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৭

শেয়ার

পূজায় মণ্ডপ পাহারায় জামায়াত
মণ্ডপ পাহারা থাকবে জামায়াত। ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা মণ্ডপ পাহারা দেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের পরাজিত শক্তি ও ফ্যাসিস্ট সরকারের দোসররা যেনো আর কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন ‘হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজায় কোনো নীলনকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না। তাই প্রতিটি মণ্ডপে মণ্ডপে পূজামণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয় করে মন্দির পাহারা দেবে জামায়াতের কর্মীরা।’

শনিবার দুপুরে নাটোরে জেলার বড়াইগ্রাম উপজেলা মডেল মসজিদ অডিটেরিয়ামে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুল (সা.) এর আদর্শ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম থানার আমীর অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডিজ এর প্রসেসর ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বনপাড়া সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের ফাদার অধ্যক্ষ ডমিনিক গমেজসহ আরো অনেকে ।