শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

দুর্গাপূজা ঘিরে বিদায়ী সরকারের প্রেতাত্মারা চক্রান্ত করছে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৫৭

শেয়ার

দুর্গাপূজা ঘিরে বিদায়ী সরকারের প্রেতাত্মারা চক্রান্ত করছে: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

বাঙ্গালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে বিদায়ী সরকারের প্রেতাত্মারা চক্রান্ত করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ তোলেন।

গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।
 
তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সজাগ রয়েছেন। তারা কোনো চক্রান্ত সফল হতে দেবেন না।’
 
একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন বিএনপির এই নেতা।
banner close
banner close