শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

আওয়ামী লীগ আলেম সমাজের ওপর সবচেয়ে বেশি দমন নিপীড়ন চালিয়েছে: মামুনুল হক

প্রতিনিধি, মানিকগঞ্জ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩২

আপডেট: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩২

শেয়ার

আওয়ামী লীগ আলেম সমাজের ওপর সবচেয়ে বেশি দমন নিপীড়ন চালিয়েছে: মামুনুল হক
মানিকগঞ্জে বক্তব্য রাখছেন মামুনুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার এদেশের আলেম সমাজের ওপর বেশি দমন নিপীড়ন চালিয়েছে। শেখ হাসিনা মনে করেছিলেন যে নির্যাতন চালিয়ে হেফাজতে ইসলামকে নিস্তব্ধ করা যাবে। নির্যাতন ও জুলুমের মাধ্যমে অন্য কাউকে ভয় দেখানো যায়, ইসলামের সৈনিকদের দমিয়ে দেয়া যায় না। শেখ হাসিনা নিশ্চিহ্ন হয়ে যাবে, আল্লাহর জমিন থেকে ইসলামকে নিশ্চিন্ত করা যাবে না।

হেফাজতের নেতাদের গণহত্যা, গ্রেফতার, নির্যাতন ও মিথ্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণের বিচারের দাবিতে রোববার বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইরে হেফাজতে ইসলাম বাংলাদেশের গণ-সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বিগত সরকারের দোসরেরা চেয়েছিল শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদে পরিচালিত করে হিন্দুত্ববাদী একটি প্রজন্ম প্রতিষ্ঠা করতে। এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে সে ষড়যন্ত্র মোকাবেলা করেছে। 

মাওলানা মামুনুল হক বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে দুইদিন পর পর আমার নবীজিকে নিয়ে কটুক্তি করা হচ্ছে। তারা আমার নবীজিকে কটুক্তি করবে আর আপনারা ইলিশ মাছ রপ্তানি করবেন এই রাজনীতি বাংলাদেশের মানুষ চায়না। দরকার হলে আমরা বুকে পাথর বাঁধবো। তবু নবীর ওপর আক্রমণকারীদের সঙ্গে কোনো আপোষ নয়।

সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান কাসেমী, মাওলানা আহমাদ আলী কাসেমী প্রমুখ।