শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

অবৈধ সম্পদের পাহাড় সিরাজগঞ্জের এমপি জান্নাত আরা হেনরীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:৪০

শেয়ার

অবৈধ সম্পদের পাহাড় সিরাজগঞ্জের এমপি জান্নাত আরা হেনরীর
ছবিঃ বাংলা এডিশন

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা এলাকা থেকে মো. দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট সরকার পতনের পর এই বাসায় আত্মগোপনে ছিলেন তারা। ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী লাবু তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিযুক্ত হন জান্নাত আরা হেনরী। তখন ব্যাংকের ঋণ কেলেঙ্কারিসহ নানা ঘটনায় আলোচনায় আসে তাঁর নাম। এর মধ্যে আলোচিত ছিল হল-মার্ক কেলেঙ্কারি।

সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জের সবুজকানন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হেনরীর দেড় দশক  বছরে আয় ছিল ১ লাখ ২২ হাজার এবং ব্যয় ছিল ৮০ হাজার টাকা। তখন তার সম্পদের পরিমাণ ছিল ৬ লাখ ৩৪ হাজার ৫০০ টাকার। এখন তার সম্পদ বেড়ে হয়েছে ৫৬ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৬০২ টাকা।'

২০০৮ সাল থেকে গত প্রায় সাড়ে ১৫ বছরে জান্নাত আরা হেনরীর সম্পদ ৮৮৪ গুণ বেড়েছে। একই সময়ে তার স্বামী শামীম তালুকদার লাবুর সম্পদ বেড়েছে ১৩৬ গুণ। হেনরী অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এসব সম্পদ অর্জন ও বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

সিরাজগঞ্জে হেনরী ও তার স্বামীর ১৬টি বাড়ি, ২টি রিসোর্ট, একটি গরুর খামারসহ কয়েক হাজার শতাংশ কৃষি ও অকৃষি জমি রয়েছে। রয়েছে  একাধিক বহুতল ভবন। গড়েছেন হাসপাতাল, ক্লিনিক ও শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার মিরপুরে ফ্ল্যাট ও জমি রয়েছে। বর্তমানে ৯টি বিলাসবহুল গাড়ির মালিক এই হেনরী।

হেনরীর মতই তার স্বামী শামীম তালুকদার লাবু গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়।  ২০০৮ সালে লাবুর ৭ লাখ টাকার সম্পদ ছিল। আর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ৯ কোটি ৫১ লাখ ৫৫ হাজার ৩৭০ টাকা। ১৪ বছরে তার নামে বাড়ি, ফ্ল্যাট, কৃষি ও অকৃষি জমি কেনা হয়েছে। কেনা হয়েছে জার্মানিতে বাড়ি-গাড়ি।