শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৪ ১১:৫৮

আপডেট: ২ অক্টোবর, ২০২৪ ১২:০০

শেয়ার

ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান
সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে তাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে প্রতিটি মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দোহার থানার মামলায় তিন দিন এবং নবাবগঞ্জ থানার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ‘সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় নানা অপকর্ম ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয় সালমান এফ রহমানের বিরুদ্ধে। এ ছাড়া ৪ আগস্ট আন্দোলন চলাকালে ঢাকা জেলার দোহার থানা এলাকায় ছাত্রদের হত্যা চেষ্টার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে।