বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘খুব দ্রুত জাতিকে একটি সংস্কারের রোড ম্যাপ দিতে হবে। উপদেষ্টা পরিষদ সংস্কার করছেন ভাল কথা। তবে অপরাধীদের এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করে পুর্নবাসিত করা যাবে না। তাদের চাকুরী থেকে বাদ দিয়ে বেছে বেছে ভাল লোক নিতে হবে। প্রয়োজনে পুলিশে লোক নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ছাত্র জনতা এবং জামায়াতের কেন্দ্রীয় নেতাদের হত্যা করে যে অপরাধ করেছে তার বিচার হবে। বিচারের আগে এ দেশে আওয়ামী লীগকে পুর্নবাসিত হতে দেয়া যাবে না।’
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের শুধু দোষ এটা আমরা বলবো না। অনেক সময় ভয়ের কারনে, বিভিন্ন প্রেশারের কারনে হক কথা লিখতে পারেননি। কিন্তু ৫ আগষ্টের পর হক কথা লিখতে হবে। মানুষ যা চায় সেটা প্রচার করতে হবে।’
চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৬ বছর পর চুয়াডাঙ্গায় জামায়াতের রুকন সন্মেলন অনুষ্ঠিত হলো।
শুক্রবার বেলা সোয়া ২টায় কেদারগঞ্জ আদর্শ হাইস্কুল প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর মো. রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন।
জামায়াতের জেলা সেক্রেটারি এ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে চুয়াডাঙ্গা জেলার দেড় হাজার পুরুষ ও নারী রুকন অংশ নেন।
আরও পড়ুন: