অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপসহ বিভিন্ন দাবি জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ঘন্টাব্যাপী সংলাপে এমনটাই আলোচনা হয়েছে বলে জানানো হয়। ।
এতে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় বিএনপি। সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে।
বিএনপির পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ জামায়াত ইসলামী। বৈঠক শেষে দলটির আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি। তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদের নানা রকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আবার যাতে ফ্যাসিবাদের সরকার ফিরে না আসে সেজন্য সংস্কার দরকার। অন্তবর্তী সরকারের সফলতা নির্ভর করছে সুষ্ঠ নির্বাচনের মধ্যেই।
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বলেন, দেশের জনগনের আকাঙ্খা বাস্তবায়ন করা এ সরকারের দায়িত্ব। কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া হয়েছে যা সরকার তা ইতিবাচক ভাবে গ্রহণ করেছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে সরকারকে।
এছাড়া দুর্গাপূজায় আইনশৃঙ্খলায় পরিস্থিতির আরও উন্নত, জাতিকে একটা গ্রহণযোগ্য বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিশনে স্খান না পাওয়া, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার ডক্টর ইউনুসের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানায় রাজনৈতিক দলগুলো।
আরও পড়ুন: