শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

যুবদল নেতা হত্যা মামলায় সুলতান মনসুর কারাগারে

আদালত প্রতিবেদক:

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ ১২:৩৪

আপডেট: ৬ অক্টোবর, ২০২৪ ১২:৩৫

শেয়ার

যুবদল নেতা হত্যা মামলায় সুলতান মনসুর কারাগারে
সুলতান মোহাম্মদ মনসুর। ছবি: সংগৃহীত

যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

৩০ সেপ্টেম্বর ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেফতার করে পুলিশ। পরে পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এবং পুলিশের হামলায় যুবদল নেতা শামীম মারা যান। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়।

banner close
banner close