মঙ্গলবার

২৬ নভেম্বর, ২০২৪
১১ অগ্রহায়ণ, ১৪৩১
২৪ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ভারতে পালানোর সময় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ ০৭:৫১

আপডেট: ৭ অক্টোবর, ২০২৪ ১৩:২৪

শেয়ার

ভারতে পালানোর সময় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র আটক
বিজিবির হাতে আটক নারায়ণ চন্দ্র। ছবি: সংগৃহীত

অবৈধভাবে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ থেকে নির্বাচিত খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে টানা তিনবারের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশ ছাড়ছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। বৈধপথ এড়িয়ে সীমান্তের তারকাঁটা পেরিয়ে অনেকে পালিয়ে যাচ্ছেন ভারতে। এদের মধ্যে উল্লেখ্যযোগ রুট ঝিনাইদহের জেলার মহেশপুর সীমান্ত। এ সীমান্ত দিয়ে গত দেড় মাসে বিজিবির হাতে আটক হয়েছেন অনেকেই।