শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ ১২:০৪

শেয়ার

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
নিহত মো. জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত

ঢাকায় এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগের আবু হাজী গলিতে এই ঘটনা ঘটে।

নিহত ৪৫ বছর বয়সী মো. জাহাঙ্গীর স্থানীয় মরহুম ফজর আলীর ছেলে।

নিহতের ভাতিজা মো. রুবেল জানান, ওই এলাকায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। চাচা বাসা ভাড়া দিয়ে চলেন। এ ছাড়া তেমন কিছু করেন না। তিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মী ছিলেন।

তবে কী কারণে এটি ঘটেছে তা তাৎক্ষনিক জানতে পারেন নাই রুবেল।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় তাকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

banner close
banner close