চুয়াডাঙ্গার দর্শনায় ঐতিহ্যবাহী কেরু এন্ড কোম্পানির কমপ্লেক্স কার্যালয়ের তৃতীয় তলা থেকে নামিয়ে এনে রাস্তার ওপর প্রকাশ্যে টেন্ডার বাক্স ভাঙচুরের অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে টেন্ডার বাক্স ভাঙচুরের ঘটনা ঘটে। ওইদিন ৯টি খামার ও কোম্পানির কেন কেরিয়ার টেন্ডার দাখিলের দিন ছিলো। টেন্ডার বাক্স খোলার পর বিএনপি ও যুবদলের ২৫ থেকে ৩০ জন কর্মী কার্যালয়ের তৃতীয় তলায় ওঠে বক্সটি নিচে নামিয়ে এনে ভাঙচুর করে।
টেন্ডার বক্স ভাঙচুরের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দর্শনা থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে দর্শনা থানা পুলিশের এসআই সেকেন্দার, এসআই মারুফুল ইসলাম ও এএসআই আবু হানিফসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে ভাঙা টেন্ডার বক্স উদ্ধার করে। এ সময় ভাঙচুরকারীরা মোটরসাইকেল ও রিক্সাভ্যানযোগে পালিয়ে যায়। পরে ভাঙা টেন্ডার বক্সটি কোম্পানির নিজস্ব নিরাপত্তা কর্মী দিয়ে নিজ কার্যালয়ের ভেতরে নিয়ে যাওয়া হয়।
তবে এ ঘটনাটি যে দুর্বৃত্তরা ঘটিয়েছে তা কার্যালয়ে স্থাপিত সিসি টিভি ক্যামেরা দেখলে সনাক্ত করা সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
এ বিষয়ে কেরু এন্ড কোম্পানির জিএম (প্রশাসন) ইউসুফ আলী জানান, সোমবার টেন্ডার সিডিউল দাখিলের শেষ দিন ছিলো। দাখিল করা সিডিউল টেন্ডার বাক্স থেকে বের করে গণনা করার সময় হঠাৎ কিছু ছেলে খালি টেন্ডার বাক্স অফিস থেকে নামিয়ে নিচে নিয়ে গিয়ে ভাঙচুর করে।
কোম্পানির এমডি রাব্বিক হাসান বলেছেন, শ্রমিকদের ট্রেনিং দেয়া হচ্ছে, আমি সেখানে ছিলাম। তবে আমি এডিএম ইউসুফে আলীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে খালি টেন্ডার বক্স ভাঙচুর করা হয়েছে। তবে এটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর বলেন, কেরু এন্ড কোম্পানির এমডি রাব্বিক হাসান আমাকে জানিয়েছেন যে এ ঘটনায় তাদের প্রতিষ্ঠানের তেমন কোনো ক্ষতি না হওয়ায় কর্তৃপক্ষের তরফ থেকে মামলা করা হবেনা।
আরও পড়ুন: