শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ফের রিমন্ডে সালমান-আনিসুলসহ সাবেক চার মন্ত্রী

আদালত প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ ১৪:০৩

আপডেট: ৮ অক্টোবর, ২০২৪ ১৪:০৪

শেয়ার

ফের রিমন্ডে সালমান-আনিসুলসহ সাবেক চার মন্ত্রী
কোলাজ: বাংলা এডিশন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাবেক চার মন্ত্রীর বিভিন্ন মেয়াদে ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

বিভিন্ন মামলায় রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকেরও এদিন রিমান্ড মঞ্জুর হয়েছে। এর মধ্যে পৃথক পৃথক মামলায় পলককে মোট ২৪ দিন, দীপু মনিকে ১৪ দিন, ইনু ও মেননকে সাতদিন এবং সালমান এফ রহমানকে পাঁচ দিনের রিমান্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এসব রিমান্ড মঞ্জুর করেন।

 

banner close
banner close