শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ভারতেই আছেন হাসিনা: ভারতীয় কর্মকর্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৪ ১৯:০৫

আপডেট: ৮ অক্টোবর, ২০২৪ ২২:৫১

শেয়ার

ভারতেই আছেন হাসিনা: ভারতীয় কর্মকর্তা
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শেখ হাসিনা ভারত থেকে ইতোমধ্যে দুবাই চলে গেছেন বলে গুঞ্জন রয়েছে। তবে শেখ হাসিনার দুবাই যাওয়ার ঘটনাকে ভিত্তিহীন বলেছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে সোমবার রাতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, তার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে, তা সঠিক নয়। ভারত ছেড়ে যেতে শেখ হাসিনার ওপর কোনো চাপ নেই বলে জানায় ভারতীয় গণমাধ্যম।

এর আগে জয় বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই।’

banner close
banner close