দুই হাত ও এক পা নেই রাসেলের তবুও এক পায়ের আঙ্গুলের মধ্যে কলম দিয়ে লিখে এইচএসসি (আলিম) ২০২৪ পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন অদম্য প্রতিবন্ধী রাসেল মৃধা।
নাটোরের সিংড়া পৌর এলাকার শোলাকুড়া আলিম মাদ্রাসা থেকে ৩ দশমিক ২৯ রেজাল্ট পেয়ে উর্ত্তীণ হয় সে।
রাসেল মৃধা সিংড়া পৌর শহরের দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। রাসেল গত এসএসসি পরীক্ষাতেও সাফল্যের সাথে উর্ত্তীণ হয়। পরিবার অভাব অনটনের মধ্যে চললেও রাসেল আরও উচ্চ শিক্ষা অর্জন করতে চান।
পরিবারের অভাবের কারণে যাতে রাসেলের পড়াশোনা বন্ধ না হয় সেজন্য রাসেলের পড়াশোনার জন্য যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিংড়া উপজেলা। এ সময় আজীবন রাসেলের পাশে থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইমরান ফরহাদ।
আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ রাসেলকে ছাত্র শিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক শুভেচ্ছা প্রদান ও মিষ্টিমুখ করায় শিবির।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ইমরান ফরহাদ, সবেক জেলা সভাপতি কুতুবুল আলম, উপজেলা অর্থ সম্পাদক মাহমুদ হাসান পৌর সভাপতি আল আমিনসহ অনেকে।
আরও পড়ুন: