মানবিক বাংলাদেশ গড়তে সকলকে পাশে চান বলে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়েতে ইসলামের আমীর।
শুক্রবার সকাল ৮টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মহানগর জামায়াতে ইসলামে দক্ষিণের সম্মেলনে নেতা কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি ।
মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বিগত আওয়ামী সরকারের বিভিন্ন অত্যাচারের কথা তুলে ধরেন। এছাড়াও তারা বলেন, পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের জামায়াতের নেতাকর্মীদের অত্যাচার করার জন্য সশস্ত্র করেছিল আওয়ামী লীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান শেখ হাসিনার আমলের অনিয়ম তুলে ধরে বলেন, শেখ হাসিনার আমলে জামায়াতের একজন নেতাকর্মীও নিজ ঘরে ঘুমাতে পারেনি। কিন্ত ৫ আগস্টের পর জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয় নি বরং শান্ত থেকেছে। তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকল নেতাকর্মীকে শান্ত থাকার জন্য আহ্বান করেন।
ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সাথে ঘটে যাওয়া নির্মমতার কথা উল্ল্যেখ করে তিনি বলেন, যাদের আত্মত্যাগ ও সংগ্রামে নতুন স্বাধীনতা তাদের সাথে জামায়াতে ইসলামী আন্দোলনের সময়ে ছিল,এখনো আছে এবং আগামীতে থাকবে।
সেসময় তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে যুবসমাজের হাতে কর্ম তুলে দেয়ার কথা জানান।
মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সকল মানুষের সহায়তা কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।
আরও পড়ুন: