বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘দেশের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ফ্যাসিস্ট সংগঠনের তৎপরতা দেখা যায়। আমরা তাদের বলে দিতে চাই, যদি কারো হিম্মত থাকে, যদি নৈতিক সাহস থাকে তবে যেন প্রকাশ্যে রাজনীতি করার সাহস দেখায় এই বাংলাদেশে। তারা যেন তাদের বিগত ১৫ বছরের কার্যক্রম সামান্য কিছু হলেও আমাদের সামনে নিয়ে এসে কথা বলে।’
ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকের পাড় পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শুক্রবার বিকেলে জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ কর্মীসভায় এ কথা বলেন তিনি ।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে, বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের ওপর এমন অত্যাচার করা হয়নি। এই নির্দলীয় নিরপেক্ষ সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠন মিলে সর্বাত্মকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। সকল ষড়যন্ত্র আমরা তাদের পাশাপাশি থেকে মোকাবেলা করে যাচ্ছি।’
আরও পড়ুন: