শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে আওয়ামী সমাবেশে হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪ ১৭:২১

শেয়ার

৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে আওয়ামী সমাবেশে হামলা
কোলাজ: বাংলা এডিশন

শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ মার্চ এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু করে আওয়ামী লীগ সমর্থিত সংগঠন 'ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন'।

এ সময় তাদের বাধা দেয় বিএনপি। আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপি সমর্থকরা বেধড়ক মারধর করেন। এমন একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংগঠনটির মুখপাত্র কুতুব হিলালী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে পালাতে থাকা আওয়ামী লীগের একজন কর্মী বলেন, এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না।

গত বুধবার অন্তবর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল হচ্ছে।