বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে মানুষের ধৈর্যের বাধ ভেঙে গেছে। তবুও জুলাই-আগস্ট বিপ্লবের সম্মানে সধারণ মানুষ এই সরকারকে কিছু বলছে না।
আজ বুধবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাফত মজলিস আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। এই সরকার অনির্দিষ্টকালের জন্য থাকবে না।
ফ্যাসিবাদীদের হটিয়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ সকল রাজনৈতিক দলগুলোকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলের ঐক্যবদ্ধতাই জুলাই-আগস্টের বিপ্লবকে সফল করেছে।
তাই এখন পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা করার সময় হয়নি। সকলে ঐক্যবদ্ধ থাকলে বিদেশি প্রভুদের নেতৃত্বে কোনো ফ্যাসিবাদ বাংলাদেশ আর মাথাচড়া দিয়ে উঠতে পারবে না।
আরও পড়ুন: