শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪ ১৮:২৪

শেয়ার

সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল গ্রেফতার
সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ডিবি।

ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান বলেছেন, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহায়তায় ঢাকার গোয়েন্দা পুলিশ সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামালকে গ্রেফতার করেছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

মোস্তফা কামাল উদ্দীন ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের সাবেক এই কর্মকর্তাকে কেন গ্রেফতার করা হয়েছে, তা সুনির্দিষ্ট করে বলেনি পুলিশ। তবে ডিএমপির কর্মকর্তা তালেবুর রহমান জানিয়েছেন, মোস্তফা কামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

banner close
banner close