রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
১০ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

রাজশাহী মহানগরের সাত থানায় বিএনপির আহ্বায়ক কমিটি

প্রতিনিধি,রাজশাহ

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৪ ০৮:০০

আপডেট: ২৫ অক্টোবর, ২০২৪ ১১:০০

শেয়ার

রাজশাহী মহানগরের সাত থানায় বিএনপির আহ্বায়ক কমিটি
রাজশাহী মহানগরীর সাত থানায় গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি।ছবি:সংগ্রহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজশাহী মহানগরীর সাত থানায় গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি। বৃহস্পতিবার  রাতে মহানগর শাখার আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল শেখ বনি একটি  সংবাদ  বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পশ্চিমের আহ্বায়ক -শামসুল হোসেন ওরফে মিলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক - শাহরিয়ার খন্দকার নয়ন ও সদস্য সচিব - বজলুজ্জামান মহন। 

অন্যদিকে বোয়ালিয়া থানা পূর্বে আহ্বায়ক -আশরাফুল ইসলাম ওরফে নিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক - খোরশেদ আলম ওরফে রিংকু ও  সদস্য- মো. আলাউদ্দীনকে ঘোষণা করা হয়েছে।

মতিহার থানা শাখায় আহ্বায়ক একরাম আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আব্দুস সালাম মানিক ও সদস্যসচিব আল মামুন ওরফে বাবু। কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক  মাইনুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক  টিপু সুলতান ও সদস্যসচিব হয়েছেন মজিউল আহসান হিমেল।

চন্দ্রিমা থানায় আহ্বায়ক ফাইজুল হক ফাহি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক  রেজাউল করিম রঞ্জু ও সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মনিরুল ইসলাম জনি।

মিজানুর রহমান ওরফে মিজানকে আহ্বায়ক করা হয়েছে রাজপাড়া থানা শাখার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন রুহুল আমিন ওরফে বাবলু ও সদস্যসচিব করা হয়েছে আমিনুল ইসলামকে।

শাহ মখদুম থানার আহ্বায়ক জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক  সুমন সর্দার এবং সদস্যসচিব হিসেবে  নাসিম খান দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

তবে মহানগর বিএনপির আহ্বায়ক  অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা  অনুমোদিত এই  আহ্বায়ক কমিটির সুস্পষ্ট কোনো মেয়াদকাল উল্লেখ করা হয়নি ঐ বিজ্ঞপ্তিটিতে