শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

নীলফামারী জেলা জামায়াতের আমীর হলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৪ ০৮:৪০

আপডেট: ২৫ অক্টোবর, ২০২৪ ১০:৪৫

শেয়ার

নীলফামারী জেলা জামায়াতের আমীর হলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার
মাওলানা আব্দুস সাত্তার। ছবি : সংগ্রহীত

নীলফামারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন ডিমলা কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বৃহস্পতিবার  জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদ-এর এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নির্বাচিত জেলা ও মহানগরী আমীরগণের নাম ঘোষণা করেন।

গত ১৪ অক্টোবর নীলফামারী জেলা জামায়াতের কার্যালয়ে রুকন সম্মেলনে ২০২৫-২০২৬ ইং সেশনের জন্য জেলা আমীর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ৮৫৩ জন রুকন। এর আগে নীলফামারী জেলা জামায়াতের আমীরের দ্বায়ীত্ব পালন করেন আমীর মুহাম্মদ আব্দুর রশীদ। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য হিসেবে রয়েছেন।

অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সংসদ সদস্য পদপ্রার্থী। এর আগে তিনি জেলা জামায়াতের নায়েবে আমীর হিসেবে দ্বায়ীত্ব পালন করেছিলেন। পেশাগত ও রাজনৈতিক জীবনের বাইরেও তিনি উত্তরাঞ্চলের ইসলামীক বক্তা হিসেবে বেশ জনপ্রিয়।

 

 

banner close
banner close