নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক এক কর্মীকে সভাপতি করে গঠিত হলো ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি। ছাত্র ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি সাবেক ওই ছাত্রলীগ কর্মী হলেন - বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ কিবরিয়া। প্রথম বর্ষ থেকেই কিবরিয়া ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলো বলে অভিযোগ আছে।
শনিবার রাতে দপ্তর সম্পাদক মুন হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটি ঘোষিত হলে কিবরিয়াকে নিয়ে সমালোচনা সৃষ্টি হয় ক্যাম্পাসজুড়ে। প্রশ্ন ওঠে তবে কি বিভিন্ন সংগঠনের আড়ালে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে!।
অভিযোগ আছে, কিবরিয়া ২০২১ সালে ছাত্রলীগের রাজনৈতিক দাপট খাটিয়ে নবাগত শিক্ষার্থীকে র্যাগিংয়ের জন্য আলোচনায় আসেন।
যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়ে কিবরিয়া বলেন, প্রথম বর্ষে হলে সিটের জন্য আমি কিছুদিন ছাত্রলীগের প্রোগ্রামে গিয়েছিলাম। পরে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে গেলে তারা আমাকে হল থেকে বের করে দেয়। তাছাড়া ছাত্রলীগের রাজনৈতিক মতাদর্শ আমার কখনই পছন্দ ছিল না।
সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি শাকিলা খাতুন এ অভিযোগের বিষয়ে বলেন, বিষয়টি নিয়ে আমরা যাচাই-বাছাই করেছি। কিন্তু, তার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্তা পাইনি। তারা আমাদের সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছেন। এজন্যই আমরা তাদেরকে কমিটিতে রেখেছি।
আরও পড়ুন: