শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

রাজশাহী মহিলা কলেজে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৪ ০৯:২১

শেয়ার

রাজশাহী মহিলা কলেজে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

রাজশাহী মহিলা কলেজে পরীক্ষা দিতে এসে এক ছাত্রলীগ নেত্রী গ্রেফতার হয়েছেন। গ্রেফতার জান্নাতুল ফেরদৌস প্রিয়া কলেজটির ডিগ্রী ১ম বর্ষের ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী।

রোববার নিজ বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে সহপাঠীদের রোষের মুখে পড়েন সদ্য নিষিদ্ধ ছাত্র সংগঠনটির রাজশাহী মহনগর শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক প্রিয়া। সহপাঠিরা তার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে গ্রেফতারের দাবি তুললে বোয়ালিয়া মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়।

রাজশাহীর সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের কন্যা অর্নার ডান-হাতখ্যাত এই নেত্রীর বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে মহিলা কলেজের যেসব ছাত্রী আন্দোলনে সক্রিয় ছিলো তাদের তালিকা উপরস্থদের কাছে পাঠাতেন  এই নেত্রী।

লিটনকন্যা অর্নার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে লিটনের নির্বাচনী নারী সমন্বয় কমিটির সদস্য বনেও গিয়েছিলেন প্রিয়া। অর্নার তৈরী আপুলীগের সঙ্গেও ছিলো তার সম্পৃক্ততা। 

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে চলতি মাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার হওয়ার ঘটনা ঘটেছে।