বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪ ১৪:২৬

আপডেট: ৩০ অক্টোবর, ২০২৪ ১৫:১৯

শেয়ার

অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচন: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন খুব জটিল সময় যাচ্ছে, দেশ নিয়ে চক্রান্ত শেষ হয়নি। পরিবর্তন-সংস্কার সঠিকভাবে না হলে রাষ্ট্রকে টিকিয়ে রাখা যাবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সকল সংস্কারের আগে নির্বাচন পদ্ধতি সংস্কার করা।’

বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাই অন্যপথে না হেটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি এই সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। আমরা এটাও বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার তার সময়টাকে সদ্বব্যবহার করে অতি দ্রুত যৌক্তিক নির্বাচনের পরিবেশ তৈরি করবে।’

বিএনপি মানুষের অধিকার ফিরিয়ে দিতে ও সত্যিকার মুল্যবোধ সম্পন্ন রাষ্ট্র গঠনে লড়াই করেছে বলেও জানান মির্জা ফখরুল।