বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০২২ সালের ৩০ মে জেলার হরিরামপুরের আন্ধারমানিক এলাকার সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর বাসভবনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার বিএনপি নেতা দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে সাবেক এমপি মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবসহ ৮৬ জনের নামে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
এদিকে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে এই মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ, উপজেলার ছয়আনী গালা গ্রামের হারুন অর রশিদ, কালই গ্রামের নিত্য সরকার ও মতিয়ার রহমান মতি।
বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুমিন খান বলেন, ‘বিএনপির দায়ের করা মামলায় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: