শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪ ১১:১৬

শেয়ার

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর
ছবি: সংগৃহীত

খুলনায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২ নভেম্বর) রাতে কার্যালয়টির সামনে আগুন দেয় একদল যুবক।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় একদল যুবক মিছিল করে এসে নগরীর ডাকবাংলো এলাকায় জাপার অফিস থেকে প্লাস্টিকের কয়েকটি চেয়ার ও কিছু ব্যানার বাইরে এনে আগুন ধরায়। ফায়ার সার্ভিসের দুটি দল এসে আগুন নেভায়। এ ঘটনার পর কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, অফিসে কেউ ছিল না। ৫০-৬০ জন ছাত্র-যুবক এসে সাইনবোর্ড, চেয়ার-টেবিল, ফ্যান ও টিভি ভাঙচুর করে। কাগজপত্র নিয়ে যায়। তিনি বলেন, এ ঘটনায় মামলা করা হবে। রোববার সন্ধ্যায় অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।

খুলনা সদর থানার ওসি মুনীর উল গিয়াস বলেন, ৫০-৬০ যুবক মিছিল করে এসে ভাঙচুর করেছে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। জাতীয় পার্টির নেতারা অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীতে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।